জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঐ উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- বাসুরিয়া গ্রামের সাইফুলের মেয়ে সুমাইয়া ও সেলিমের মেয়ে রিয়া মনি। দুজনই পিংনা মুন্সি মোহাম্মদ আলী মাদরাসার প্রথম শ্রেণ্রণি ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুমাইয়া ও রিয়া মনি দুপুরের দিকে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে যায়। অনেক সময় পার হলেও তাদের ফিরতে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। বিকেল সাড়ে ৩টার দিকে দুই শিশুর লাশ নদীতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে পরিবারকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। শিশু দুটির লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান