যশোরের চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামে প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগের এক কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত লোকমান হোসেন (৩৫) এলাকার আতর আলীর ছেলে ও আওয়ামী লীগের একজন স্থানীয় কর্মী।
আহতের ভাই মনসুর জানান,‘লোকমান শনিবার রাত সাড়ে আটটার দিকে চাঁদপুর মোড়ে চা খেতে গিয়েছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার শামিম, আইনউদ্দিন, শফিকুল ও রাসেল তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। একটি গুলি লোকমানের বাম পায়ে বিদ্ধ হয়। এসময় সে মাটিতে পড়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।’
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বায়েজিদ হাসান জানান, গুলিবিদ্ধ লোকমানকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, ঘটনার সাথে জড়িতদের ধরতে ফোর্স নিয়ে ঘটনাস্থলে ও আশেপাশে অভিযান চালানো হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান