যশোর জেলা শহরে সংসদ সদস্য নাবিল আহমেদের বাড়িসহ পৃথক পাঁচ জায়গায় শনিবার মধ্যরাতে বোমা বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা রাত ২টা থেকে ৩টার মধ্যে বোমাগুলোর বিস্ফোরণ ঘটায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, শহরের পুরাতন কসবার কাজীপাড়া এলাকায় সংসদ সদস্য নাবিল আহমেদের বাড়ির সামনে, একই এলাকায় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের জেলা কমিটির সচিব শাহীন চাকলাদারের বাড়ির সামনে, চাকলাদার ফিলিং স্টেশনের সামনে, শংকরপুরে শহর আওয়ামী লীগের সভাপতি লাল ভাইয়ের বাড়ির সামনে ও চিত্রা মোড়ে হোটেল জাবির ইন্টারন্যাশনালের সামনে এসব বোমা বিস্ফোরিত হয়।
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান ওসি। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ