যশোর মাগুরা রোডের হাশিমপুর বাজারের অদূরে গোডাউনের সামনে সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে‘গোলাগুলিতে’বৃহস্পতিবার দিবাগত রাতে জুয়েল (২৯) নামে এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ। নিহত জুয়েল যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের আমজেদ ওরফে আমজাদ হোসেনের ছেলে। তাকে শীর্ষ সন্ত্রাসী ও আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি বলছে পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা)তৌহিদুল ইসলামের ভাষ্য, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে পাশে সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে গোলাগুলি চলার খবর পেয়ে যশোর পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়।
তার দাবি, কিছু সময় পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে গোডাউনের পাশে গুলিবিদ্ধ অবস্থায় জুয়েলকে পড়ে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বলেও জানান ওই কর্মকর্তা। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান