যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনিয়ালীতে আজ বেলা সাড়ে ১২টায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান,আজ সাড়ে ১২ টার দিকে ঝিকরগাছা থেকে গদখালী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে যশোর শহরের শংকরপুরের আব্দুর রাজ্জাকের ছেলে মো: জীবন(১৮) ঘটনাস্থলেই নিহত হয়।
মোটরসাইকেটের অপর দুই আরোহী মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো: নয়ন (২০) ও হাসান মিয়ার ছেলে তোহিদ হোসেন(১৯)কে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর দেড়টার দিকে আহত নয়ন ও তৌহিদ চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে মারা যায়। নিহতদের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান