যশোরের ভেকুটিয়া বাজারে অগ্নিকাণ্ড : ভষ্মিভূত ১২টি দোকান

জেলার সদর উপজেলার ভেকুটিয়া বাজারে ১২টি দোকানঘর আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। বুধবার ভোরে উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনীপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত দোকান মালিক সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে বালিয়া ভেকুটিয়া বাজারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনে ১২টি দোকান পুড়ে যায়। এ সময় আশপাশের আরও কয়েকটি দোকানঘরও ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর খোন্দকার আশরাফুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি জানান- তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।