যশোরের ৬টি আসনে ভোটার ২৩ লাখ ৩৯ হাজার ৫৫

আগামী রোববার অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে ২৩ লাখ ৩৯ হাজার ৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নতুন ভোটার ২ লাখ ৪৬ হাজার ৫৯৯। আসনগুলোর ৮২৫টি ভোটকেন্দ্রে ৫২১৭টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে পুরুষ ভোটাদের কক্ষ ২৫০০টি ও মহিলাদের কক্ষ ২৭১৭টি। ওই সংখ্যক ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) ১৫ জন। যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, যশোর-১ (শার্শা) আসনে ১০২টি ভোট কেন্দ্রে ৬৬১টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পুরুষ কক্ষ ৩১৭টি ও মহিলা কক্ষ ৩৪৪টি। এ আসনে ভোটার ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন। মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন। হিজড়া ভোটার ২ জন।
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ১৭৬টি কেন্দ্রে ৯৪৫টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৪৫৩টি পুরুষ কক্ষ। মহিলা কক্ষ ৪৯২টি। এ আসনে ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৬৯১ জন। পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ৪২৩ জন। মহিলা ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৬৮ জন।
যশোর-৩ (সদর) আসনে ১৮৯টি ভোট কেন্দ্রে ১৩১৫টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পুরুষ কক্ষ ৬৩০টি ও মহিলা কক্ষ ৬৮৫টি। এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৯৩৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ৯২ হাজার ৯৪৭ জন। মহিলা ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯৮৪ জন, হিজড়া ভোটার ৬ জন।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনে ১৪৯টি কেন্দ্রের ৯৯৮ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পুরুষ কক্ষ ৪৭৮টি ও মহিলা কক্ষ ৫২০টি। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ৭৯৮ জন, মহিলা ভোটার ২ লাখ ১৭ হাজার ৩৬ জন। হিজড়া ভোটার ৪ জন।
যশোর-৫ (মণিরামপুর) আসনে ১২৮টি কেন্দ্রে ৭৯০টি কক্ষে ভোটগ্রহণ হবে। পুরুষ কক্ষ ৩৭৯টি। মহিলা কক্ষ ৪১১টি। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৯৭৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৪৪৮ জন। মহিলা ভোটার ১ লাখ ৭৬ হাজার ৫২৩ জন ও হিজড়া ভোটার ২ জন।
যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১টি কেন্দ্রে ৫০৮টি কক্ষে ভোটগ্রহণ হবে। পুরুষ কক্ষ ২৪৩টি। মহিলা কক্ষ ২৬৫টি। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৯১৩ জন।  মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ১০জন।তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।