আগামী ২১ ও ২৯ মে দুই ধাপে অনুষ্ঠেয় যশোরের ৬টি উপজেলা পরিষদের নির্বাচনে ৬৫টি ইউনিয়নের ৬৬৩টি কেন্দ্রের ৫১৮৫ টি কক্ষে ভোট গ্রহণ হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ২১ মে অনুষ্ঠিতব্য শার্শা, ঝিকরগাছা ও চৌগাছার উপজেলা নির্বাচনে ৩৩টি ইউনিয়নের ২৯৩ কেন্দ্রের ১২ হাজার ১৭৩ কক্ষে ভোটগ্রহণ হবে। এ তিন উপজেলায় ৭ লাখ ৬১ হাজার ৭১১ ভোটার ভোট দেবেন। ১১৬৩ প্রিজাইডিং অফিসার, ১৪৩১ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪৫০২ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা নির্বাচনে ৩২ ইউনিয়নের ৩৭০টি কেন্দ্রের ৩০১২টি কক্ষে ভোটগ্রহণ হবে। এ তিন উপজেলায় ১০ লাখ ১৫ হাজার ৩৯০ ভোটার ভোট দেবেন। এ নির্বাচনে ৩৭০ প্রিজাইডিং অফিসার, ৩০১২ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬০২৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশীদ জানান, নির্বাচন সুষ্ঠূভাবে সম্পন্নে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। (বাসস)