যশোরে দুই দল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুলই) দিবাগত রাত ৩টার দিকে শহরের শংকরপুর বাবলাতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলশ। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে।
যশোর কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক শামছুজোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গভীর রাতে শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ ছাড়াও একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং পাঁচটি বোমা উদ্ধার হয়। নিহত যুবকের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত এক চিকিৎসক জানান, মাথায় গুলিবিদ্ধ হওয়ায় ওই যুবক হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
আরএম/