যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক যুবককে অস্ত্রসহ আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৫ জুলাই) ভোরে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম হাফিজুর (২৮)। হাফিজুর গাতীপাড়া গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে।
২১ বিজিবির অধিনায়ক জানান, আটকের সময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিজিবি উদ্ধার করেছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি। আটক আসামিকে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।
আজকের বাজার/একেএ