যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত ২ ব্যক্তি ও তাদের পাঁচ স্বজনের কারও শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।
মৃতরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার জামিরা গ্রামের রেজাউল ইসলাম (৬৫) ও ঝিকরগাছার বর্নি গ্রামের শাহিনের স্ত্রী শাকিলা খাতুন (২০)।
বৃহস্পতিবার বিকালে রেজাউল ইসলামের হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাকে রাত ১২টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। এ সময় মৃত ব্যক্তিসহ তার পরিবারের আরও তিনজনের নমুনা সংগ্রহ করা হয়। শনিবার প্রাপ্ত রিপোর্টে তাদের কেউ করোনা আক্রান্ত নন বলে জানা যায়।
অন্যদিকে সর্দি, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান শাকিলা খাতুন। করোনা উপসর্গ থাকায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে ভর্তি করে হাসপাতালের আইসোলেশনে ইউনিটে পাঠান। রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এরপর মৃত শাকিলাসহ তার পরিবারের আরও দুজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠানো হয়। শনিবার প্রাপ্ত রিপোর্টে তাদের শরীরেও করোনার সংক্রমণ পাওয়া যায়নি।