যশোরের বেনাপোলে গ্যাসের চুলার আগুন দগ্ধ হয়ে এক শিশু নিহত হয়েছে।
বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, শুক্রবার সকালে বেনাপোল বাজারের পাঠবাড়ী স’মিল পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সময় রান্নাঘরে কলম পুড়িয়ে খেলা করছিল শিশু তোহা। খেলার সময় কলমের গরম গলিত অংশ গ্যাসের চুলার প্লাস্টিকের পাইপের ওপর পড়লে তা ছিদ্র হয়ে আগুন ধরে যায়। আগুনে সারা শরীর ঝলসে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় তোহার মা সুমাইয়া খাতুন বাইরে পানি আনতে যাওয়ায় ঘরে কেউ ছিল না।
নিহত তোহা (৪) বেনাপোল পৌরসভার বিদ্যুৎ মিস্ত্রি টিপু সুলতান বাদশার মেয়ে।
আজকের বাজার /মিথিলা