জেলার ঝিকরগাছা উপজেলার ৩টি গ্রামে গ্রামে ডাকাতি সংঘটিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৪ আন্তঃজেলা ডাকাতকে আটক করেছে।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোরের পুলিশ সুপার মঈনুল হক। তিনি জানান, ১০ জুলাই গভীর রাতে পানিসারা ইউনিয়নের রাজাপুর,চাপাতলা ও বর্ণী গ্রামে ৪টি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ঐসব বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার এবং মূুল্যবান ামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ আন্তঃজেলা ডাকাতকে আটক ও লুণ্ঠিত মাল উদ্ধার করতে সক্ষম হয়। আটকরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদেরকেও আটকে অভিযান চলছে।