যশোরে আমনের সবুজ ধানক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষকরা

জেলার মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-ঝাঁপা অঞ্চলের আবাদি মাঠগুলো সবুজে ভরে উঠেছে। মাঠজুড়ে যতদূর চোখ যায়  শুধু আমনের সবুজ ধানক্ষেত। এ অঞ্চলে এবার আমনের ফলন ভালো হওয়ার আশা কৃষকদের।

এখন কৃষকেরা আমন ধানক্ষেতে আগাছা পরিস্কার করাসহ সার, কীটনাশক প্রয়োগ করছেন। ধানগাছের বাড়ন্ত দেখে কৃষকরা মনের আনন্দে ধানক্ষেতে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে আমন ধানের গাছগুলোতে শীষ বের হচ্ছে। কিছুদিন পরই ধানক্ষেতগুলো শীষে ভরে যাবে।
রাজগঞ্জ-ঝাঁপা অঞ্চলের কৃষকরা বলছেন এ বছর আবহাওয়া শেষ মুহূর্তে এসে অনুকূলে রয়েছে। এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। রোদও পাওয়া যাচ্ছে। তাই ধানের ফলন ভালো হবে। যদিও ধান ক্ষেতে কীট-পতঙ্গের আক্রমণ বেড়েছে। সার কীটনাশক, শ্রমিকের দাম বেড়ে যাওয়ার কারণে আমন আবাদে খরচের পরিমাণও বেড়েছে।

কৃষক জামাল উদ্দিন ও সিরাজুল ইসলাম জানান, আমরা কৃষক মানুষ। খাবারের জন্য কিছু ধান জমা রাখতে হয়। ধানের দাম ভালো পেলে কিছু ধান বিক্রি করে সারাবছরের কেনা কাটা, বাচ্চাদের লেখাপড়ার খরচ মেটাতে হয়।
স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, এবার আমন ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ হবে। ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ভগিরথ চন্দ্র ও এসএম মারুফুল হক বলেন, এ অঞ্চলে আমন ধানের ক্ষেত সবুজে ভরে গেছে। এবছর আবহাওয়া অনুকূলে রয়েছে। আমনের আবাদ ভালো হবে, আশা করছি ধানের দামও ভালো পাবেন কৃষকেরা। (বাসস)