যশোরে করোনা সন্দেহের কারনে একই পরিবারের ৩ জন আইসোলেশনে

চীনের উহান প্রদেশ থেকে করোনাভাইরাস উৎপওি হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে,পুরো বিশ্ববাসী এখন সংকটের মূখে বাস করছে, আর এর থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ও ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি, যশোরের কেশবপুরে একই পরিবারের তিন সদস্য করোনাভাইরাসের অন্যতম উপসর্গ জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে, তাদের শরীর থেকে নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলার পাচপোতা গ্রামের মিলন সিংহ নামের এক ব্যক্তিকে জ্বর, সর্দি-কাশিজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়। একই সময় তার ছেলে চন্দন সিংহকেও ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার মিলন সিংহের স্ত্রী শিখা সিংহকে হাসপাতালে ভর্তি করা হলে এলাকায় করোনা আতংক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার মিলন সিংহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ করেন ওই ইনস্টিটিউটের টেকনোলজিস্ট লিটন হালদার। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘তিনজনকে আইসোলেশনে রেখে চিকিৎসা করানো হচ্ছে। আইইডিসিআরের টেকনোলজিস্ট নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। ৪৮ ঘণ্টা পর এ রিপোর্ট পাওয়া যাবে।’

আজকের বাজার/ শারমিন আক্তার