যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের এক নারীকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, সোমবার সন্ধ্যায় বাহাদুরপুর গ্রামের এক নারী (২৫) কাশি, সর্দি, জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। এসময় করোনায় আক্রান্ত সন্দেহ হওয়ায় তাকে আইসোলেশন ইউনিটে পাঠিয়ে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে বাহাদুরপুর গ্রামে এক নারী করোনা আক্রান্ত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এসময় ওই নারী ঘরের মধ্যে লুকিয়ে থাকে। সন্ধ্যার পর গোপনে বাড়ি থেকে বের হয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় হাসপাতালে চলে আসেন। তিনি যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায় জানান, ঢাকার আইইডিসিআরের সাথে কথা বলে ওই নারীকে পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রসঙ্গত, মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া প্রাণঘাতি এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ জন। সূত্র-ই্উএনবি
আজকের বাজার/ আখনূর রহমান