যশোরের অভয়নগর উপজেলায় গণপিটুনিতে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী বাজারে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
মণিরামপুর উপজেলার হরিদাসকাঠি গ্রামের মৃত মহেন্দ্রনাথ মন্ডলের ছেলে মোটরসাইকেলের চালক বিদ্যুৎ মন্ডল জানান, মনিরামপুর বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে অভয়নগরের উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যে অভয়নগরের সুন্দলী বাজার পার হয়ে ফাঁকা স্থানে পৌঁছানোমাত্র ওই তিন যাত্রী মোটরসাইকেল থামাতে বলেন। এরপর তিনজনের একজন অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল রেখে তাকে চলে যেতে বলেন।
এসময় তিনি চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও একজন ছিনতাইকারীকে ধরে ফেলে এলাকাবাসী। পরে এলাকাবাসীর গণপিটুনিতে ওই ছিনতাইকারী নিহত হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)তাজুল ইসলাম বলেন, গণপিটুনিতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে অভয়নগর থানায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান