যশোরে গোলাগুলিতে ডাকাত নিহত

যশোরে কারাগার থেকে মুক্তির একদিন পরই কথিত গোলাগুলিতে মুক্তার হোসেন নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি দু’দল ডাকাতের বন্দুকযুদ্ধে মুক্তার হোসেন নিহত হয়েছে।

বুধবার ভোরে যশোরের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের হানুয়ার এলাকায় এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

নিহতের স্ত্রী সুমি খাতুন জানায়, তার স্বামী কারাগারে ছিলেন। গতকাল মঙ্গলবার তিনি কারাগার থেকে মুক্তি পান। আজ বুধবার সকালে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া গেল।

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, বুধবার ভোরে যশোরের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের হানুয়ার এলাকায় দু’দল ডাকাত ও সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুক্তারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। এ সময় সেখান থেকে ২টি গুলির খোসাও জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, গত একমাসের মধ্যে ওই স্পটে ডাকাতরা ২-৩ দিন গাছ কেটে সড়ক ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পুলিশি তৎপরতার কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। নিহত মুক্তারের বিরুদ্ধে ২টি হত্যাসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

আজকের বাজার/ এমএইচ