যশোরে ফের বিষাক্ত মদপানে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- শহরের আরবপুর গোরাপাড়ার মৃত কৃঞ্চপদ দাসের ছেলে পোল্লাদ দাস (৪৫) ও একই এলাকার মৃত অজিত দাসের ছেলে প্রশান্ত দাস (৩৮)।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার বিকালে প্রশান্ত দাস ও পোল্লাদ দাস এক সাথে বসে মদ পান করেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি গোপন রাখার জন্য তারা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার রাতের দিকে পোল্লাদ দাসের অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরআগে গত সোমবার রাত ১০টার দিকে প্রশান্ত দাসকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
যশোর পুরাতন কসবা ফাঁড়ির এসআই সুকুমার কুমার কুন্ডু জানান, মদপানে অসুস্থ প্রশান্তের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে পোল্লাদের মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি মাসে যশোরে বিষাক্ত মদপানে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১২ জনে। ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যশোর মাড়ুয়া মন্দির এলাকায় অভিযান চালিয়ে হাসান নামে এক অবৈধ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার মদের দোকান থেকে মদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।