যশোর শহরের শেখহাটি কাজী ছাত্রাবাসে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে অস্ত্র, গুলি ও মাদকসহ তিন কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। তারা হলেন-যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক ইসলাম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু হেনা রোকন ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউন।
যশোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ওই ছাত্রাবাসে অভিযান চালায়। এসময় ছাত্রাবাসের একটি কক্ষ থেকে একটি পিতলের শটগান, একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি, ৫টি বোমা, তিনটি ছুরি, দুটি রামদা, ৯টি রড, এক বোতল মদ, ৫টি খালি মদের বোতল, ১শ’ পিস ইয়াবা, বিপুল পরিমাণ গাঁজা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে ওই কক্ষ ব্যবহারকারী তিন শিক্ষার্থীকে আটক করা হয়। বুধবার ওই ছাত্রাবাসে আবারও তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান