যশোরের শার্শা উপজেলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাপায় এক স্কুলছাত্রী ও ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই ছাত্রী।বৃহস্পতিবার সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের নাভারন খাজুরা নিহা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো উপজেলার উলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামের নছুর উদ্দিনের ছেলে ভ্যানচালক আবু হানিফ (৪৫) এবং
একই গ্রামের সামিউল ইসলামের মেয়ে ও নাভারন বুরুজবাগান গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সামীয়া ইসলাম (১৩)। সে পরীক্ষার খাতা জমা দিতে স্কুলে যাচ্ছিল।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই টিটু মিয়া জানান, পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সামীয়া মারা যায়।গুরুতর আহত হানিফকে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তিনিও মারা যান।আহত দুই ছাত্রীকে নাভারন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসআই টিটু আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।