যশোরে ট্রাকের ধাক্কায় নিহত ১

যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২ জুন) সকালে বেনেয়ালী-ছুটিপুর মহাসড়কে উপজেলার শিমুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল ওহাব (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল ওহাব পেয়াজ-রসুন বিক্রি করতে বেনেয়ালী আসছিলেন। পাথর বোঝায় ট্রাকটি ছুটিপুর যাচ্ছিল। এসময় বেনেয়ালী-ছুটিপুর সড়কের শিমুলিয়া নামক স্থানে ট্রাকটি আসলে এ দুর্ঘটনা ঘটে। এব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

আজকের বাজার/একেএ