যশোরে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ১

জেলার মুড়লী রেল ক্রসিংয়ে শনিবার রাত সাড়ে ৭টার দিকে ট্রাক-ট্রেনের সংঘর্ষে ট্রাকের চালক আকবর আলী (৪৫) নিহত এবং ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন। মৃত আকবর চাপাইনবাবগঞ্জের সিয়ালী গ্রামের বাসিন্দা। আহত অজ্ঞাত হেলপারকে (৩০) গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলার নওয়াপাড়া থেকে ছেড়ে আসা কয়লা বোঝাই একটি ট্রাক মুড়লী রেলক্রসিংয়ের উপর আসলে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খায়। ট্রাক-ট্রেন সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রাকের চালক আকবর আলী ঘটনাস্থলে মারা যান। আহত হয় হেলপার।আহত হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
যশোর জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ট্রাক ড্রাইভারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।