যশোরে ডাকাত সন্দেহে ১ জন খুন

যশোরের বাঘারপাড়ার জোহরপুর ইউনিয়নে ডাকাত সন্দেহে ১ জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বুধবার (১৬ মে) রাত ২টার দিকে ইউনিয়নের মাঝিয়ালি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর হবে।

খাজুরা পুলিশ ফাঁড়ির এসআই মাসুদুর রহমান জানান, দুটি মোটরসাইকেলে করে চার ডাকাত ওই গ্রামের মুনছুর আলীর বাড়িতে হানা দেয়। তারা পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকেই মুনছুরের স্ত্রী হাজেরা বেগম (৫০) ও তাদের আত্মীয় দীন মোহাম্মদকে কুপিয়ে জখম করে। অন্য ঘর থেকে হাজেরার ছেলের বউ মালেশিয়া প্রবাসী স্বামীকে মোবাইল ফোনে বার্তা পাঠান। তিনি মালয়েশিয়া থেকে এলাকার কয়েকজনকে ডাকাতির খবর জানান। এরপর এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। তিন ডাকাত পালিয়ে গেলেও একজন ধরা পড়ে। এলাকাবাসীর মারধরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।