এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যশোরে আরও দুজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন মনিরামপুরের হানুয়া গ্রামের কাদেরের স্ত্রী জাহিদা বেগম (৩৫) ও একই উপজেলার মশ্মিমনগর গ্রামের বাসিন্দা জাহানারা বেগম (৪৪)।
জাহিদা বুধবার সকালে ও জাহানারা ভোর রাতে মারা যান। এ নিয়ে ডেঙ্গুতে যশোরে ছয়জনের মৃত্যু হলো।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আরিফ আহমেদ জানান, জাহিদা সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার তাকে ঢাকায় রেফার করা হলেও শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তিনি যেতে পারেননি। বুধবার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে তিনি মারা যান।
অপরদিকে, হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আবদুর রহিম মোড়ল জানান, জাহানারা জ্বর নিয়ে সোমবার বিকালে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। সেই সাথে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল না। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
আজকের বাজার/এমএইচ