যশোরে তরুণ লীগের নেতাকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা

যশোরে তরুণ লীগ নেতা মনিরুল ইসলামকে বোমা ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৩ মে) রাত ১২ টায় যশোরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে এ হামলার ঘটনা ঘটে।কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আজমল হুদা  জানান, ঘটনাস্থলে দাঁড়িয়ে কথা বলছিলেন মনিরুল ইসলাম ও সন্তোষ ঘোষ (৩৬)। এ সময় ৭/৮ জনের একটি দল তাদের দিকে পর পর ছয়টি ককটেল নিক্ষেপ করে। এতে দুইজনই গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা মনিরুলকে ধারালো অস্ত্র দিয়েও কোপায়। সন্তোষ গুরুতর আহত হন বিস্ফোরণে।”

আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত মনিরুল ইসলাম জেলা তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আর আহত সন্তোষ যুবলীগ কর্মী। তারা দুজনই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী বলে পরিচিত।

আরজেড/