যশোরে থ্রি-হুইলার ও ট্রাকের সংঘর্ষে এনজিও কর্মীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে যশোর-ঝিনাইদহ সড়কের আমতলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, যশোর শহর থেকে যাত্রীবাহি একটি থ্রি-হুইলার বারোবাজার যাচ্ছিলো। সেটি আমতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও একজন। নিহত এনজিও কর্মীর নাম তানিয়া। অপরজন হলেন মুস্তাফিজুর রহমান। তার বাড়ি যশোরের খয়েরতলা এলাকায়।
আজকের বাজার/আখনূর রহমান