যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তের বোমা হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের ভাই আব্বাস হোসেন (৪০)নিহত হয়েছে। দুর্বৃত্তরা মূলত কামাল হোসেনের ওপর হামলা চালায়। হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও প্রাণ দিতে হয়েছে তার ভাইকে।
নিহত আব্বাস উপজেলার চন্দ্রপুর গ্রামের হাজরা মোড়লের ছেলে। বুধবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও তার ভাই আব্বাস হোসেন বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তাদের ওপর বোমা হামলা চালায়। হামলার সময় কামাল হোসেন দৌড়ে সরে গেলে বোমার আঘাতে গুরুতর আহত হন আব্বাস হোসেন। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
যশোরের সহকারী পুলিশ সুপার ইমরান মেহেদী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।
আজকের বাজার: বি / ৩ জানুয়ারি ২০১৮