করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলেও যশোরে বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে, দোকানপাটে ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং গণপরিবহন চলাচল আগের মতোই বন্ধ থাকবে।
বুধবার যশোর সার্কিট হাউজে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানিয়েছেন।
বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
সভা শেষে তিনি বলেন, ‘যশোর জেলার ব্যবসা প্রতিষ্ঠান তথা দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে ব্যবসায়ীরা ইচ্ছা করলে দোকানপাট খুলতে পারবেন। তবে ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রত্যেক দোকানে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা ও পরস্পরের মধ্যে নির্ধারিত দূরত্ব বজায় রাখতে হবে।’