মনিরামপুরের জামতলায় রবিবার পিকআপের ধাক্কায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোহনা খাতুন(১৫ মাস)ও মৌ(৭)মনিরামপুর উপজেলার দেবীদাসপুর গ্রামের বিল্লাল সর্দারের মেয়ে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পিতা ইটভাটার শ্রমিক বিল্লাল সর্দার জানান, তিনি ও তার স্ত্রী আমেনা খাতুন মণিরামপুর উপজেলার দেবীদাসপুর গ্রামে পদ্মা ইটভাটায় কাজ করেন।
আমেনা রবিবার বিকাল ৪টার দিকে দুই মেয়েকে নিয়ে ঝিকরগাছা-মণিরামপুর সড়কের জামতলা নামক স্থানে গেলে পিকআপ ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকাল সাড়ে ৪টার দিকে মোহনা খাতুন মারা যায়। আহত মৌকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তারও মৃত্যু হয়। মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই)আব্দুর রহমান জানান, পিকআপের ধাক্কায় মোহনা ও মৌ মারা গেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পলাতক আছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান