যশোরে পুলিশ ফাঁড়ির সামনে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে খাজুরা পুলিশ ফাঁড়ির সামনে থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যাক্তির নাম ফসিয়ার রহমান (৪০)। সে মাগুরা জেলার শতখালী গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে বাঘারপাড়া ভদ্রডাঙ্গা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ফসিয়ার রহমান। পরে রাতে স্থানীয়রা তাকে খাজুরা পুলিশ ফাঁড়ির পাশে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক ফসিয়ারকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান ভূঁইয়া জানান, রাতে ৪-৫ জন যুবক ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছিল। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
খাজুরা ফাঁড়ির এসআই মাসুদুর রহমান মাসুদ জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসআই।
আজাকের বাজার/ এমএইচ