যশোর শহরের এইচএমএম রোডস্থ কাপুড়িয়াপট্টি এলাকার মাহবুব গার্মেন্টেসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কাপুড়িয়াপট্টি এলাকার লোকজন জানিয়েছেন, মাহবুব গার্মেন্টস নামে পোশাকের দোকানের শো রুম পাঁচতলা ভবনের নিচতলায়। আর গোডাউন পঞ্চম তলায়। সোমবার বিকেল ৫টার দিকে হঠাৎ করে গোডাউনের পাশ থেকে ধোঁয়া বের হতে থাকে। লোকজন সেখানে গিয়ে ব্যাপক ধোঁয়া দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সংবাদ দেয়া হলে তিনটি ইউনিট সেখানে গিয়ে পানি দিয়ে আগুন নেভায়।
যশোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মতিয়ার রহমান জানিয়েছেন, বিকেলে সংবাদ পেয়ে তিনটি ইউনিট ওই ভবনের ৫ম তলায় গিয়ে আগুন নিভানোর জন্য কাজ শুরু করে। রাস্তা সরু বিধায় পানির গাড়ি সেখানে যায়নি। দুর থেকে পাইপ নিয়ে গিয়ে আগুন নেভানো হয়। আধাঘন্টা ধরে পানি ছিটানো হলে আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুনের সূত্রপাত তা তিনি এখনই বলতে পারেননি।
তিনি জানিয়েছেন, পরে অনুসন্ধান করে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে। পানিতে কাপড়ের ক্ষতি হয়েছে অনেক। তবে গার্মেন্টস মালিক বা কর্তৃপক্ষের কারোর এই বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি।
আজকের বাজার/এমএইচ