যশোরে প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর আহত রমজানুল ইসলাম (৪২) মারা গেছেন।
বুধবার (১৩ জুন) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হসাপাতালে তার মৃত্যু হয়।
নিহত রমজানুল ইসলাম সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আলমনগর গ্রামের মৃত আব্দুস সামাদ মোড়লের ছেলে। তিনি যশোর সাব-রেজিস্ট্রি অফিসে মোহরার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ছেলে জানান, প্রতিবেশী শাহিনুরের কাছ থেকে তারা তাদের বাড়ি-সংলগ্ন কিছু জমি কিনেছিলেন। কিন্তু তিনি জমির দখল দিচ্ছিলেন না।
গত সোমবার সকালে তার বাবা বাড়ির পাশের মাঠে সবজিখেত দেখতে যান। সেখানে শাহিনুর পূর্বপরিকল্পিতভাবে দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও ঢাকা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেও অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তার বাবাকে যশোরে ফিরিয়ে আনা হয়। বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
আজকের বাজার/এসএম