চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের দফাদারপাড়ায় ররিবার সকালে বজ্রপাতে এক কৃষকের অন্তঃসত্ত্বা গাভীসহ দুটি গরুর মৃত্যু হয়েছে।
কৃষক বিপুল হোসেন জানান, তিনি প্রবাসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে দেশে ফিরে সামান্য কিছু জমিতে চাষাবাদের পাশাপাশি ক্ষুদ্র গরু খামারি হিসেবে গরু পালন করেন। তার দুটি গরু ছিল। একটি অন্তঃসত্ত্বা গাভী যে কিনা দু-এক দিনের মধ্যেই বাছুর প্রসব করার কথা। আরেকটি এঁড়ে (ষাড়)। গরু দুটির আনুমানিক দাম দুই লাখ টাকা।
তিনি জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালঘর পরিষ্কার করার জন্য পাশেই একটি খোলা মাঠে গরু দুটি বেঁধে রেখেছিলেন। সকাল ৮টার দিকে হঠাৎ করেই আকাশ কালো করে প্রবল বৃষ্টি শুরু হয়। তিনি দ্রুত গোয়ালঘর পরিষ্কার শেষে গরু দুটি আনতে যাবেন, এমন সময় বজ্রপাত হলে গরু দুটি মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয় সিংহঝুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।