যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহিদ হাসান টোকন (২৯)নিহত হয়েছেন। নিহত জাহিদ তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানায় পুলিশ।
শুক্রবার (২৯ জুন) যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাঘমারা বিলে এ ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানান, শুক্রবার রাত ১২টার দিকে যশোর শহর থেকে টোকনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে তার কাছে অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করে। পরে রাত সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে কায়েমকোলা বাঘমারা বিলে অভিযানে যায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে টোকনের সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা সাত রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা পিছু হটলে টোকনকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
ওসি জানান, সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে আহত হয় টোকন। পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও ৫টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরজেড/