যশোরে বন্দুকযুদ্ধে যুবক নিহত

ছবি : ইন্টারনেট

যশোরের চৌগাছায় বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুলাই) ভোরে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রতন চৌগাছা উপজেলার দিঘলসিংহা গ্রামের আবু বক্কারের ওরফে বাক্কার ছেলে।

চৌগাছা থানার ওসি খন্দকার শামিম উদ্দিন বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় নিহত রতন গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, এক রাউন্ড গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত রতনের বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ কয়েকটি মাদক মামলা রয়েছে।

আরএম/