যশোরে বাসের ধাক্কায় ২ আম ব্যবসায়ী নিহত

যশোরে বাসের ধাক্কায় নসিমনের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আরও তিন জন আহত হয়েছেন। নিহতরা আম ব্যবসায়ী বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ মে) উপজেলার ত্রিমোহনী এলাকার যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-যশোরের ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ও একই গ্রামের জিয়ারুল ইসলাম।

ভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই পলিটন মিয়া জানান, আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

পলিটন মিয়া বলেন, “বাগান থেকে আম সংগ্রহের জন্য পাঁচজন আম ব্যবসায়ী ঝিকরগাছা থেকে নসিমনে করে নাভারণে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি বাস নসিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।”

দুর্ঘটনার পরপরই বাসসহ চালক পালিয়ে যায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরজেড/রাকি