যশোরের বাঘারপাড়া উপজেলার নিমতলী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সোহাগ হোসেন (২৫) বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত নশরত আলীর ছেলে।শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।
ছোটবেলা থেকে সোহাগ বাঘারপাড়া উপজেলার নিমতলী গ্রামের মামা রহমান মোড়লের বাড়িতে বসবাস করতেন।
নিহতের মামা রহমান মোড়ল জানান, আবহাওয়া খারাপ থাকায় ঘরের টিভি থেকে ডিস লাইনের জ্যাক খুলে রেখেছিলেন তিনি। শনিবার রাতে সোহাগ টিভিতে জ্যাক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করে, তিনি জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত সোহাগ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন
আজকের বাজার/লুৎফর