যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ মহিলা অধিদফতরের সামনে দুর্বৃত্তদের বোমা হামলায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২২ জুন) দিবাগত রাতে বোমা হামলার পর শনিবার (২৩ জুন) ভোরে তিনি মারা যান।
নিহতের নাম আরাফাত রহমান লিটন (৩২)। নিহত আরাফাত রহমান লিটন শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল মুন্না মনুর ছেলে।
বোমা হামলায় আরও এক যুবলীগকর্মী আহত হয়েছেন। আহত যুবলীগকর্মী ফজলুল করিম মিলন একই এলাকার জামাল হোসেনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ মহিলা অধিদফতরের সামনে (ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় চত্বর) এ বোমা হামলার ঘটনা ঘটে।
তবে কে বা কারা এ বোমা হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।
এলাকাবাসী জানান, লিটন ও মিলন রাত ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে কয়েকটি বোমা হামলা করে ও লিটনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
বোমায় আহত হন পাশে থাকা মিলনও। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। সারা শরীরে বোমার স্প্লিন্টার বিদ্ধ হওয়ায় লিটনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, বোমা হামলার ঘটনায় কারা জড়িত তা পুলিশ উদ্ঘাটনের চেষ্টা করছে।
আজকের বাজার/একেএ