যশোরের কেশবপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার আবু সাঈদ (২৫) উপজেলার শ্রীফলা গ্রামের মোস্তফা সরদারের ছেলে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, শনিবার সন্ধ্যার দিকে আবু সাঈদ ১২ বছর বয়সী ওই ছাত্রীকে ফুঁসলিয়ে তাদের বাড়িতে নিয়ে ঘরে আটকে রেখে ধর্ষণ করে। ঘটনাটি ওই ছাত্রী তার মাকে জানালে রবিবার বিকালে শিশুটির মা কেশবপুর থানার সাঈদকে আসামি করে অভিযোগ দাখিল করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযোগটি ওই রাতেই মামলা হিসেবে গ্রহণ করা হয়। ওসি জানান, রবিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আবু সাঈদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান