যশোরে মাস্ক ব্যবহার না করার অপরাধে ২০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার রবিবার পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
আদালত সূত্র জানায়, যশোরের পালবাড়ি, উপশহর ও চূড়ামনকাটিতে অভিযান চালানো হয়। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক ব্যবহার না করায় আদালত ২০ জনকে সাত হাজার ৫০ টাকা জরিমানা করে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।