যশোরের বেনাপোলে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহতের নাম আফরোজা বেগম (৬২)। আফরোজা বেগম বেনাপোলের ভবারবেড় গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী।
শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে বাবু জানান, বেনাপোল এলাকার আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে রাস্তা পার হওয়ার সময় যশোরগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে মারাত্মক আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. কাজল মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই আফরোজা মারা যান।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকের বাজার/একেএ