যশোরের চৌগাছায় মোবাইল ফোনে এইচএসসির প্রশ্নপত্রসহ এক কিশোরকে আটক করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় র্যাব সদস্যরা চৌগাছায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটককৃত ওই কিশোরের নাম জুয়েল রানা (১৭)। জুয়েল যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে।
সামজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্নপত্র বিক্রয়ে জড়িত সন্দেহে ওই কিশোরকে আটক করেছে র্যাব। তার মোবাইলে ফাঁসকৃত প্রশ্নপত্র পাওয়া গেছে বলে র্যাব দাবি করেছে।
র্যাব যশোর ক্যাম্পের কমান্ডার এএসপি সোহেল পারভেজ জানান, র্যাব জানতে পারে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া এলাকায় কতিপয় ব্যক্তি চলমান এইচএসসি পরীক্ষার ফাঁসকৃত প্রশ্নপত্র বিক্রির চেষ্টা করছে। এমন খবরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে জুয়েল রানা পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে তার মোবাইলে এইচএসসি পরীক্ষার প্রশ্ন পাওয়া যায়।
আজকের বাজার/একেএ