যশোরে র‌্যাবের সঙ্গে ’বন্দুকযুদ্ধ’, নিহত ৩

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার(১৯ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে যশোরের অভয়নগর উপজেলায় বাগদাহ গ্রামের কদমতলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নওয়াপাড়া গ্রামের কাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম, একই গ্রামের আব্দুল বারিক শেখের ছেলে হাবিবুর রহমান ও আব্দুস সাত্তারের ছেলে মিলন।

‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, শনিবার সকালে র‍্যাব সদস্যরা তিনটি মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে। লাশ তিনটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহত তিনজন সন্ত্রাসী ও মাদকক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন ওসি।

আরজেড/