যশোরে র‌্যাবের সাথে ‘বন্দুকযু্দ্ধ’ ১ সন্ত্রাসী নিহত

যশোরের খোলাডাঙ্গার মন্ডলগাতীতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী ও ধর্ষণ মামলার প্রধান আসামী আলামিন বাবু নিহত হয়েছেন।

র‌্যাব জানায়, রাত সোয়া দু’টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর, কমান্ডার মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবের ওপর গুলি চালায়। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় আলামিন।পরে, হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলামিনের বিরুদ্ধে আট বছরের শিশু সোহেলী ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। এ সময়, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আজকের বাজার/আরজেড