যশোরের শার্শা উপজেলায় সোমবার দুপুরে সাংবাদিক নজরুল ইসলামকে কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে।
আহত অবস্থায় তাকে নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নজরুল ঢাকা থেকে প্রকাশিত সাম্প্রতিক দেশকাল ও বার্তা কণ্ঠ পত্রিকায় কর্মরত আছেন।
তিনি জানান, জমিজমা সংক্রান্ত জের ধরে দুপুরে নাভারন সাতক্ষীরা মোড়ে এইচবি ট্রেডার্স নামে একটি দোকানে তার মায়ের সাথে দেখা করতে যান নজরুল। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী ইকবাল তাকে হত্যার উদ্দেশ্যে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের সহায়তায় শার্শা থানায় ইকবালের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলার পরপরই ইকবাল আহত নজরুলের বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তৈয়বুর রহমানকে মোবাইলে হত্যার হুমকি দেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, সাংবাদিক নজরুলের ওপর হামলার বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে মামলা হয়েছে। ইকবালকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।