যশোরের কেশবপুরে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
বুধবার (২০ জুন) দুপুরে কেশবপুর শহরের পুরাতন গোহাটা এলাকায় সন্ত্রাসীরা তাকে মেরে মৃত ভেবে ফেলে রেখে যায়।
আহত ওই সাংবাদিকের নাম হাবিবুর রহমান হাবিব। আহত হাবিবুর রহমান দি ডেইলী নিউজ লাইনের (স্পেশাল করেসপনডেন্ট) বিশেষ প্রতিনিধি ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক।
হাবিবের স্ত্রী জান্নাতুল ফেরদৌস নাইম জানান, ঈদের ছুটিতে তার স্বামী ঢাকা থেকে বাড়িতে এসেছিল। তিনি কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা ওয়ার্ডে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন।
বুধবার দুপুরে মোবাইল মেরামতের জন্য কেশবপুর শহরের পুরাতন গোহাটা এলাকায় গেলে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায় ও বেদম মারপিট করে। এক পর্যায়ে মৃত ভেবে তাকে ফেলে রেখে যায়।
স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় মামলা করা হবে বলে তিনি জানান।
আজকের বাজার/একেএ