সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় জেলায় সরকারি ভাতা পাচ্ছেন ২ লাখ ২০ হাজার ৭৮১ উপকারভোগী। এসব সুবিধাভোগীরা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। ২০২৩-২০২৪ অর্থবছরে জেলায় ওই সংখ্যক ভাতাভোগী রয়েছেন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা এ তথ্য জানিয়েছে।
সুত্র জানায়- ২ লাখ ২০ হাজার ৭৮১ উপকারভোগীর মধ্যে প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি পাচ্ছে ২০ হাজার ৩৬ জন। বয়স্ক ভাতা ভোগী ১ লাখ ১৫ হাজার ৫৫ জন। বিধবা ভাতা ভোগী ৫৪ হাজার ৪৭১ জন। প্রতিবন্ধী ভাতা ভোগী ৪৯ হাজার ৪৬১ জন।
এর মধ্যে সদর উপজেলায় বয়স্ক ভাতা ভোগী ১৫ হাজার ৬০৫ জন, বিধবা ভাতা ভোগী ৫ হাজার ২০৫ জন। প্রতিবন্ধী ভাতা ভোগী ৯ হাজার ২১০জন। প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি পাচ্ছে ৭৫ জন।
কেশবপুরে উপজেলায় বয়স্ক ভাতা ভোগী ১৫ হাজার ৬৬১জন। বিধবা ভাতা ভোগী ৮ হাজার ৪২১ জন। প্রতিবন্ধী ভাতা ভোগী ৫ হাজার ৩৩৪ জন। প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি পাচ্ছে ১৩৫ জন।
মণিরামপুর উপজেলায় বয়স্ক ভাতা ভোগী ২৫ হাজার ৫২১জন। বিধবা ভাতা ভোগী ১২ হাজার ৬৪৮জন। প্রতিবন্ধী ভাতা ভোগী ৮ হাজার ৭৯৯ জন। প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি পাচ্ছে ২৪৩ জন।
অভয়নগর উপজেলায় বয়স্ক ভাতা ভোগী ৮ হাজার ১৬০ জন। বিধবা ভাতা ভোগী ৩ হাজার ১৩৬ জন। প্রতিবন্ধী ভাতা ভোগী ৪ হাজার ২১ জন। প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি পাচ্ছে ৬৫ জন।
বাঘারপাড়া উপজেলায় বয়স্ক ভাতা ভোগী ১২ হাজার ৮৮৮ জন। বিধবা ভাতাভোগী ৬ হাজার ৫০৪ জন। প্রতিবন্ধী ভাতা ভোগী ৪ হাজার ৩১৫ জন। প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি পাচ্ছে ১৬৬ জন।
চৌগাছা উপজেলায় বয়স্ক ভাতাভোগী ৭ হাজার ৯৭৪ জন। বিধবা ভাতাভোগী ৪ হাজার ৭৩১জন। প্রতিবন্ধী ভাতা ভোগী ৪ হাজার ১১৬ জন। প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি পাচ্ছে ১৭২ জন।
ঝিকরগাছা উপজেলায় বয়স্ক ভাতা ভোগী ৯ হাজার ৯৭৬। বিধবা ভাতা ভোগী ৪ হাজার ২২৯ জন। প্রতিবন্ধী ভাতাভোগী ৫ হাজার ৪১১ জন। প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি পাচ্ছে ২৫২ জন।
শার্শা উপজেলায় বয়স্ক ভাতা ভোগী ১৫ হাজার ৮৭০ জন। বিধবা ভাতা ভোগী ৯ হাজার ৪০ জন। প্রতিবন্ধী ভাতাভোগী ৫ হাজার ৮০৬ জন। প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি পাচ্ছে ৪১৫ জন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার জানান- সমাজসেবায় রাষ্ট্রের অবদান রয়েছে। শোষণ থেকে বাঁচতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তি তাকে হত্যার মধ্য দিয়ে সেই স্বপ্ন নস্যাৎ করে। পরবর্তীতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে পিতার স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছেন। সমাজসেবা অধিদপ্তর অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। (বাসস)