যশোরের শার্শায় সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরেক শ্রমিক গুরুতর আহত হন।
নিহত ওই শ্রমিকের নাম ইমন (২২) এবং আহতের নাম বিপ্লব। বিপ্লবকে আশঙ্কাজনক অবস্থায় বুরুজ বাগান (শার্শা) স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, শার্শার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মাছ ব্যবসায়ী মকর আলীর বাড়িতে নব-নির্মিত সেপটিক ট্যাংকির মধ্যে সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খুলতে রোববার সকাল সাড়ে ৮টায় ৪ শ্রমিক কাজ শুরু করেন। সেপটিক ট্যাংকির মুখ খুলে তারা কাজ শুরু করলেই গ্যাসে আক্রান্ত হয়ে ৪ জন অসুস্থ হয়ে পড়েন। বাড়ির মালিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে বুরুজ বাগান (শার্শা) স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
শার্শা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. রনি বলেন, হাসপাতালে আনার আগেই ইমনের মৃত্যু হয়েছে। আহত বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক।
আজকের বাজার/একেএ