যশোরের চৌগাছা উপজেলায় শুক্রবার রাতে ইঞ্জিনচালিতভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই যুবকের বড় ভাই গুরুতর আহত হয়েছেন।
নিহত সবুজ হোসেন (২৬) ও আহত সোহাগ হোসেন (২৮) যশোরের চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের শওকত হোসেনের ছেলে।
চৌগাছার পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ জানান, রাত সাড়ে ৮টায় দুই ভাই মোটরসাইকেলযোগে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে পলুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ইঞ্জিনচালিতভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোলকুমার সাহা বলেন, হাসপাতালে আনার আগেই সবুজ মারা যায়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।
চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বলেন, ‘দুর্ঘটনার খবর আমি জেনেছি।’
আজকের বাজার/এমএইচ